[প্রস্তাবনা]
সত্য আর স্বপ্নের পরাজয় দেখে দেখে
ক্লান্ত যখন আমরা, তখনই করছি আশা –
[উৎসরণ ও বিকাশ]
“মানবতার মহান ডাকে, জেগেছে মানবহৃদয় আবার,
যেন মনে-মনে, প্রাণে-প্রাণে তাদের সঞ্চার
আর সঞ্চলনে, ধ্বংসস্তুপ হেসে উঠ্বে।
যে অন্ধকার শৃঙ্ক্ষল, কুৎসিত দম্ভ আর ঈর্ষা
পথভ্রষ্ট করছে আমাদের, সেসব যাতনাকে
সত্যাকাশের সত্য সূর্য, নিজ বলে আর স্বৌজে
হটিয়ে দেবে – গড়বে আনন্দ বিশ্ব,
যেখানে থাকবে না কোন আনাচার কোন অন্যায়,
থাকবে শুধুই শান্তি আর শুভ্রতা”
[সিধান্ত, পরামর্শ, উপসংহার]
জেগে ওঠো মানুষ, আর স্বপ্ন নয়, গড় আত্মার বন্ধন
রচনা কর আমানবতার কাফন;
এক হও সব, হাতে হাত ধরে – চল সত্য পথে,
দৃঢ়হস্তে হটিয়ে দাও সব দুঃসহ পর্বত,
দেখ্বে সেখানে অজয় তুমি,
শান্তির বিজয়পতাকা হাতে, মানবতাকে প্রতিষ্ঠিত করেছ,
আর তৈরি করেছ আলোময় মানুষে উদ্ভাসিত
স্বপ্নময় এক মহান জগৎ।
[সংহার]
কাল: কবিতাটি ২০০৩ সালে লেখা এবং ২০০৪ সালে পরিমার্জিত রচনাবোধ: ইরাক যুদ্ধোত্তর মনোবেদনা